ওয়াইল্ড ডগস গ্যাং
সুচতুরা তুমি-
অনায়াসে গিলে নিচ্ছো মাংশ ও রক্তের
নহর। শান্তি শান্তি বলে আওড়াচ্ছ দেবমন্ত্র।
আহা শান্তিমন্ত্র, জুড়িয়ে যায় বুকের
অনায়াসে গিলে নিচ্ছো মাংশ ও রক্তের
নহর। শান্তি শান্তি বলে আওড়াচ্ছ দেবমন্ত্র।
আহা শান্তিমন্ত্র, জুড়িয়ে যায় বুকের
আহাজারি!
এইসব শান্তি বাণী শুনে শুনে তুমি
ভাবছো বেশ আছি, আহা আছিই তো
ফুলে ফলে সুশোভিত এই জনপদে
চারদিকে কেবলি ওয়াইল্ড ডগস গ্যাং
ভাবছো বেশ আছি, আহা আছিই তো
ফুলে ফলে সুশোভিত এই জনপদে
চারদিকে কেবলি ওয়াইল্ড ডগস গ্যাং
কিলার টিউন
শহরে এসেছে এক ব্যাধি- মৃত্যুভয়
দলবেঁধে ঘুরে আততায়ী; হন্তারক
বুকে স্বপ্ন আকা তারা। স্বর্গ থেকে আসে।
স্বর্গে চলে যায়। স্বর্গ রচে। স্বর্গ খায়।
আচ্ছন্ন দৃষ্টিমেলে
পথপানে তাকিয়ে
শহরে এসেছে এক ব্যাধি- মৃত্যুভয়
দলবেঁধে ঘুরে আততায়ী; হন্তারক
বুকে স্বপ্ন আকা তারা। স্বর্গ থেকে আসে।
স্বর্গে চলে যায়। স্বর্গ রচে। স্বর্গ খায়।
আচ্ছন্ন দৃষ্টিমেলে
পথপানে তাকিয়ে
তন্ময় শুনছি কিলার টিউন। আমি...
আ ব্যালাড অব মোঘল রেইন
ঘোড়ার খুরের আওয়াজ
পদাতিক সৈন্যের লংমার্চ
মোঘল সম্রাটদের অন্তিম
বিলুপ্ত আলোতে, হে গালিব
পালকের খোঁচায় গেঁথে রাখছো
বিপন্নতা। শের- রুবাইয়াৎ।
কবিতা ও অজস্র চিঠি।
হে গালিব-
তুমি তার সাক্ষী হয়ে থাকো
ক্ষুধাকাতর। তৃষ্ণাতুর। একা।
অপমান সয়ে ধারদেনা করে
রচনা করো দস্তাম্ভু।
পদাতিক সৈন্যের লংমার্চ
মোঘল সম্রাটদের অন্তিম
বিলুপ্ত আলোতে, হে গালিব
পালকের খোঁচায় গেঁথে রাখছো
বিপন্নতা। শের- রুবাইয়াৎ।
কবিতা ও অজস্র চিঠি।
হে গালিব-
তুমি তার সাক্ষী হয়ে থাকো
ক্ষুধাকাতর। তৃষ্ণাতুর। একা।
অপমান সয়ে ধারদেনা করে
রচনা করো দস্তাম্ভু।
আ ব্যালাড অব মোঘল রেইন।
No comments:
Post a Comment