09 May 2017

শারমিন রাহমান



 
ভুলে যাওয়া এতটাই সচ্ছন্দ
যেমন
ফাইবারের দিনে তুলার বালিশ;
যে বালিশের স্বপ্নে অনায়াস কেটেছে কৈশোর-
মধ্যবিত্ত শক্তমক্ত তুলার বীজে,
পাড়ার পূজায় নূতন গানের কেসেটের
ফিতা প্যাঁচানো কানমলায়।
এতটাই অসম্ভব ভুলে যাওয়া যৌবনের প্রেম, প্রেমিকের ছিয়াশি চুমু,
জীবনের পরে জীবনের অভিন্ন কারাগার
যেখানে নিঃশ্ছিদ্র সম্ভ্রম।

সাজ দেখতে ভাল লাগে। যেদিন ধুলায় ঝড় থাকবে না মানে, পাহাড়ের পেছনে পাহাড়, তার পেছনে পাহাড়, তার পেছনে পাহাড়, তার পেছনে পাহাড়, আমি ভেবে দেখেছি কোনভাবে আয়নাতে সাজ দেখলে পরে ঠিক ঠিক মনে হবে সাজ হল।
জুমাইজা পেরোবার সময় সংকল্প করেছি আয়না হাতে পাথর কেটে কেটে পাহাড়ের চিমনির আগায় দাঁড়িয়ে পড়ব। ম্যাগমার গভীরে আয়না ধরব। সাজ দেখব বলে অতটা পাথর ভাঙার সিদ্ধান্ত নিলাম।
একপ্রস্থ মাটি নয়, মাটিকে আমার ভয়। পাথর কেটে কেটে ম্যাগমার জ্যায এ আমি ছড়িয়ে দিব আয়নার আযাবের মত প্রেম।
_______________

No comments:

Post a Comment