07 May 2016

রাবেয়া রাহীম



ছিলনা প্রেম কোথাও

সুখ স্মৃতির দহনে গলে যায় সব সুখ, 
অন্তহিন অভিমানে পুড়ছে
আজ মন! 
বাড়িয়েছিলাম হাত এক আকাশ নির্ভরতার লোভে,
 
পুরোটাই ছিল যে প্রেম তাঁর সাথে,
 
মধুর যামিনীর লোভে শরীর চাইলে,
 
মনটা পড়ে রইল অপাংক্তেয় হয়ে
 
নিঃশ্বাসের সাথে নিঃশ্বাস বিনিময়ে সঁপেছিলাম একান্ত বিশ্বাসে
   
যে বলিষ্ঠ শরীরের রোমকূপে থাকে শুধু কামনার উত্তেজনা
 
সুঠাম দেহের সৌরভ ফেটে বের হয় বীর্যের উ
কট গন্ধ 
গতিময় নিঃশ্বাসে থাকে পশুর হিংস্রতা, উত্তপ্ত ঠোঁটে,স্পর্শে
 
শুধুমাত্র নিষ্ঠুর যৌনতার উল্লাস সেখানে,
কোথাও প্রেম খুঁজে পাইনি,
ছিল শুধু কপটতা-
কামনার উন্মাদনা!  
প্রেম ছিল কি কোথাও,
কোন খানে?
তোমার-আমার সাথে! 
কাজলদিঘী চোখ, গোলাপি ঠোঁট, বুদ্ধিমতি নাক,উন্নত বুক, 
মাত্রাবৃত্ত, ছন্দ দেখে,
একদিন তুমি রাবণ হলে- 
পুরোশক্তি দিয়ে হরণ করলে এই আমাকে;
 
অনুভুতিগুলো ভোঁতা খঞ্জর হয়ে বলে

ছিলনা কোথাও প্রেম!


No comments:

Post a Comment