জাগো নারী
আজ সময় হয়েছে জেগে ওঠার
প্রাচীর ভেঙে রুখে দাঁড়াবার।
হয়েছো না হয় নারী,
তাতে কী?
সময় হয়েছে অবলা সমার্থক মুছে ফেলবার।
তোমাকে জাগতে হবে,
দক্ষতার শক্ত হাতে ধরতে হবে ভবিষ্যতের হাল।
তোমাকে শিখতে হবে,
সঠিক অধিকার তোমাকেই আদায় করতে হবে
মর্যাদা রক্ষার দায়িত্বটাও তোমার।
সীমার মধ্য থেকে তোমাকে হতে হবে সব-
সেবিকা, গৃহিণী, প্রেমিকা, বোন, বউ, মা।
প্রাচীর ভেঙে রুখে দাঁড়াবার।
হয়েছো না হয় নারী,
তাতে কী?
সময় হয়েছে অবলা সমার্থক মুছে ফেলবার।
তোমাকে জাগতে হবে,
দক্ষতার শক্ত হাতে ধরতে হবে ভবিষ্যতের হাল।
তোমাকে শিখতে হবে,
সঠিক অধিকার তোমাকেই আদায় করতে হবে
মর্যাদা রক্ষার দায়িত্বটাও তোমার।
সীমার মধ্য থেকে তোমাকে হতে হবে সব-
সেবিকা, গৃহিণী, প্রেমিকা, বোন, বউ, মা।
মনে পড়ে কী?
স্থির ঠান্ডা জলের উপর
শীতল পাটির মত বিছিয়ে থাকা
হাজার হাজার পদ্মপাতা আর-
ডাঁটি দেখেছি কতশত বার।
আর দেখেছি রঙ্গিন ডানার মাছরাঙা
লাফিয়ে পড়ছে অাদিগন্ত বিস্তৃত
সেই সরোবরে।
তোমার হালকা আকাশী রঙের শাড়ীর আঁচল আর
খোলা চুল,
সরোবরের উল্টো দিক থেকে
ছুটে আসা দুরন্ত-অশান্ত বাতাস
উড়িয়ে ফেলছে আমার
বা-পাশ আর মুখের উপর।
কতবার ঠিক করে নিয়েছ তুমি,
চুল-আঁচল।
আমি বলেছি থাক না!
কি আর করছে এমন,
এই দুষ্টু
বাতাসের দল?
কতশতবার এইসব করেছি আমরা।
এখন, এইসব কথা মনে পড়ে কি তোমার?
শীতল পাটির মত বিছিয়ে থাকা
হাজার হাজার পদ্মপাতা আর-
ডাঁটি দেখেছি কতশত বার।
আর দেখেছি রঙ্গিন ডানার মাছরাঙা
লাফিয়ে পড়ছে অাদিগন্ত বিস্তৃত
সেই সরোবরে।
তোমার হালকা আকাশী রঙের শাড়ীর আঁচল আর
খোলা চুল,
সরোবরের উল্টো দিক থেকে
ছুটে আসা দুরন্ত-অশান্ত বাতাস
উড়িয়ে ফেলছে আমার
বা-পাশ আর মুখের উপর।
কতবার ঠিক করে নিয়েছ তুমি,
চুল-আঁচল।
আমি বলেছি থাক না!
কি আর করছে এমন,
এই দুষ্টু
বাতাসের দল?
কতশতবার এইসব করেছি আমরা।
এখন, এইসব কথা মনে পড়ে কি তোমার?
No comments:
Post a Comment