মূর্ছিত মানবতা
আকাশ আলোময়, বাতাস বহে
আগের মতোই
পাখির চঞ্চুতে কালের ডাক
চাঁদ ও নক্ষত্রে একই গতিপথ
বৃক্ষের বেড়ে ওঠা, গুল্মের
লতিয়ে ওঠা নিঃশ্বাসে
অপ্রতিরোধ্য প্রাকৃতিক শৃংখলে প্রবাহমান।
শুনেছি, জেনেছি, পশুরা বিবেকবর্জিত
আমি মানুষ, বিবেক
সম্বলিত প্রানী
আমি কেন পশুর মতো বিবেকহীন আজ
মূর্ছিতা মানবতার অনুষঙ্গ প্রানী?
চিরচেনা পৃথিবী নামক গ্রহে এখন নরপশু নামাঙ্কিত
আমি বসবাসরত জান্তবসম আচরণে বিখ্যাত
বোধহীন পশুরাও দ্বিধাগ্রস্ত শ্রেনীভূক্তিকরণে
আবাসস্থল জঙ্গলে আতংকিত আচম্বিত হামলায়
মহাকাশ নির্বিকার মহাপ্রলয়ের পথে।
আগমনী সংকেতে
আকাশের দরজায় আলোকিত ঘনমেঘে
প্রসারিত কথোপকথনে
জানিয়ে গেলো তোমার আগমনবার্তা
উড়ন্ত কপোত ডানায় দিয়ে গেলো সংকেত
ঝরা পালকে লিখলাম তোমার নাম
অপেক্ষমান চোখে ভাসলো ইচ্ছের নদী
বহে তৃষ্ণা নিরবধি, নীলপন্হী
বহমান পথে।
মাটিতে ঠিকরে পড়ে প্রতীতি রোদ
তোমার পদধ্বনির শব্দ ঈপ্সিত ইঙ্গিতে।
No comments:
Post a Comment