14 August 2016

অনামিকা তাবাসসুম



অধপতনের  নদী
ওই দিকে তরল অধপতনের নদী
সুস্থতার খাঁচা ভেঙে পালায় এক ঝাঁক পাখি। ইচ্ছের সমস্ত অক্ষরগুলো একত্রিত করেশ্রাবণকে বলত ইচ্ছে করে, আমার ড্রয়িংরুমে তুমি এসোদুজনে খুব করে ভেঙে ফেলবো অসুস্থ মাছদের বর্ষা কেন্দ্রিক সমস্ত অভিযোগ।


মেঘ
বিগতজন্মে মেঘরা সম্ভবত নদীই ছিল। তাই নিয়মের ভিন্নতা নেই। দুজনেই মাটির গভীরে চাষাবাদ করে ফলায় ফসলের সভ্যতার আবাদ।
বিগত জন্মে মেঘরা হয়ত গৃহহীন পাখিই ছিল। তাই তাদের ভেজা চোখে জলের প্রপাত।
নিশ্চয় একদিন বনবনানীর মতো অনেক শ্যামল হবে আমার একজোড়া দূষিত হাত।
 


শ্রাবণের মেঘ
শ্রাবণের মেঘ, তোর ভেতরে কি কি আছেকবিতা? নাকি সবুজ পাখিদের নীলিমায় ওড়া কোলাহল?
নাকি, গান নেই, পাখি নেই, প্লাবনে ভাসানো মাটি নেই...আছে শুধই জলজ মাংসের দোকান?

No comments:

Post a Comment