14 August 2016

মন্জু দত্ত



আজ সকালের শীতল হাওয়ায়
মন চলে যায় মেঘ বৃষ্টির আঙ্গিনায়।
মেঘ বলে সই, কতক্ষণ আর রইবি দাওয়ায়
একটু ফিরে তাকা, বারিশ-বরণ। কান্তি শোভায়
ঝরতে হবে ধরার বুকে স্রোতস্বিনীর ধারায়।।
বৃষ্টি বলে, এই তো সবে ফিরে এলাম নীলিমায়
চুটিয়ে শ্রাবণ ভরিয়ে দিলাম ধরার মৃত্তিকায়
তবুও কি আমার ছুটির হিসাব আসবে নাকো হাতে।
মেঘের কান্না বৃষ্টি ফোঁটায় ঝরেই চলেছে বৃক্ষ পাতে।
বৃষ্টি এখন মেঘের কোলে একটু যাবে নিদ্রা দিতে ।
শূন্য হাতে উদাস মনে গাইবে কেবল গান
ঠিক দুপুরের জিরান ক্ষণে নেবে যখন ঘ্রাণ
আচার বৈয়াম থাকবে পাঁচিল টপকে
কাল মেঘের পাল্কি চেপে আসবো ঠিক ঝটকে
ডালের বড়ি, আমসত্ত্ব সবই যাবে চটকে।।
গাছের ডালে ভেজা কাক ডাকছে শুধু কাকা
নীল আকাশে রূপালী রং আঁকছে এক চাকা
আকাশপথে কত কি সব, হাটছে একা একা
অন্তহীনের বেড়িয়ে চলা, অন্তহীনের আশা

বৃষ্টি রোদের খেলায় মাতে, মেঘবালিকার আশা।।

No comments:

Post a Comment