জিরো আওয়ার
আকাশের গা বেয়ে পিছলে নেমে আসা রোদ্দুর এখন বীর্যহীন, সন্ধ্যে হলেই
ব্যালকনিতে উড়ে বেড়াচ্ছে হিমেল মৌমাছির দঙ্গল। এখন তোমাকে ফোন করতেও ভয় পাই- দেওয়ালের
মাথা নেই, বুক পা হাত কিসসু নেই;
আছে শুধু সহস্র কান। মায়াসময়ের জটিল কোনাকাঞ্চিতে মুদ্রিত তোমার
হাসির মুহূর্তগুলো সামনে ছড়িয়ে দু-পা মেলে বসি, দেখতে দেখতেই তোমার উদ্ধত ত্বকে অসংখ্য
বলির আঁচর। একমাত্র সেই সময়েই তোমার সঙ্গম ইচ্ছা জেগে ওঠে দুর্দম, অথচ তখনই
আমি নিজেকে খুঁজতে টইটই এ পাড়া ও পাডা এ চর ও চর আছাড়ি পাছাড়ি, আস্তে আস্তে
আকুল ইচ্ছেগুলো গিলে তোমার সুগন্ধী শরীর মনও গিলে খেয়ে উদগার তোলে তোমারই আত্মজন, তোমার আজন্মলালিত
সংস্কার।
বাতেলা বাতেঁ
নজর মেঁ শরারত আউর
দিল মেঁ খুফিয়াঁ খায়েশ
চাহত্ মেঁ খোট পর
বোলিয়োঁ মেঁ ঝুঠি আয়েশ।।
পদ্ম এখন খেলছে বসে
ক্যাশবাক্সে মোদীখানায়
আধেক ঘুমে আধেক জেগে
ভক্তজনের ধানাইপানাই।।
গর্ব সে কহো জী আউর
গর্ব সে হি বোলো
হিন্দু হ্যাঁয় হম, সব
হিন্দী কে সাথহি চলো।।
আসল কথা আইএস আর
বজরঙ্গে নেই তো তফাৎ
খিদেয় মরে আশি পার্সেন্ট
গরু শুয়োর বাতেলা বাত্।।
শুনি থি কি সোনে কা দিন
লৌট কে য়ঁহা ফির আয়েঙ্গে
বহোত শুনি বকোয়াস সব
একসাথ হম আগে বঢ়েঙ্গে।।
ঘুম তাড়িয়ে বোবার চোখে
পড়ছে ধরা কীর্তিকলাপ
খালি পেটেই প্রসাদ পাবে
ধর্মগুরুর অন্ধ জোলাপ।।
No comments:
Post a Comment