অবশিষ্ট
রাতের বোতামগুলি খুলে গেলে
খসড়া প্রস্তাব পাঠ হবে। গণতান্ত্রিক
গুটির কুসুম বেয়ে নেমে পড়া
শ্রাবণ ও পশলা
উদাসীন ও একা বলে এগিয়ে আসছে
রাতের নুন চিনি জল।
বাড়িগুলো হয়। ছাদ হয়। তারপর সারাজীবন
কোণে কোণে রোদ জন্ম লয়।
ভোরের অবশিষ্ট লুকিয়ে থাকে
জানালার পাশেই খুব নিকটে....
রাতের বোতামগুলি খুলে গেলে
খসড়া প্রস্তাব পাঠ হবে। গণতান্ত্রিক
গুটির কুসুম বেয়ে নেমে পড়া
শ্রাবণ ও পশলা
উদাসীন ও একা বলে এগিয়ে আসছে
রাতের নুন চিনি জল।
বাড়িগুলো হয়। ছাদ হয়। তারপর সারাজীবন
কোণে কোণে রোদ জন্ম লয়।
ভোরের অবশিষ্ট লুকিয়ে থাকে
জানালার পাশেই খুব নিকটে....
তিলে তিলে
কোন হয়ে উঠছে না তেমন
শরীরের টং বেজে উঠছে
শ্রাবণের আঙুল গড়িয়ে নামছে দ্রুত।
কোন হয়ে উঠছে না তেমন
শরীরের টং বেজে উঠছে
শ্রাবণের আঙুল গড়িয়ে নামছে দ্রুত।
ধুলোয়,
কাঁকড়ে।
দানা দানা ভাসমান পেরিয়ে
জোড়া লাগা আলাপ...
কোন হয়ে উঠছে না ভেতরে
কেবল তিলে তিলে ফুলে ফুলে...
দানা দানা ভাসমান পেরিয়ে
জোড়া লাগা আলাপ...
কোন হয়ে উঠছে না ভেতরে
কেবল তিলে তিলে ফুলে ফুলে...
চলাচল
অথচ কুলিক ফরেস্ট থেকে
পাখি এসেছিল
টুকরো পালকের টুকটুকে নেশা
সঙ্গে গাছেদের টান
ছোঁয়া দু'লাইনের ঠোঁট
থেকে আচ্ছা, সুক্রিয়া
গানেদের স্বরধ্বনি , নীরবতা
অনলাইন হয়ে ফুটেছিল
শিহরণ সম্পর্কে যাহা জানি
উপস্থিত করেছিল
ভেতরে চলাচল করে এমন সব পাখি
অথচ কুলিক ফরেস্ট থেকে
পাখি এসেছিল
টুকরো পালকের টুকটুকে নেশা
সঙ্গে গাছেদের টান
ছোঁয়া দু'লাইনের ঠোঁট
থেকে আচ্ছা, সুক্রিয়া
গানেদের স্বরধ্বনি , নীরবতা
অনলাইন হয়ে ফুটেছিল
শিহরণ সম্পর্কে যাহা জানি
উপস্থিত করেছিল
ভেতরে চলাচল করে এমন সব পাখি
No comments:
Post a Comment