এই আষাঢ়েই আসিস তুই!
এই
আষাঢ়েই আসিস তুই! বৃষ্টিতে ভিজবো!
আদর
জলের গা ভেজানো নদীটি
দু হাত
দিয়ে ছোঁব!
কদম কদম
গন্ধ বুকে
এই
আষাঢ়েই
বৃষ্টি
মেখে দেবো!
বনজারুলের সাথে রোদের মাখামাখি!
বনজারুলের
সাথে রোদের মাখামাখি! বঁইচির ঝোপ ছাড়িয়ে
এলোমেলো
বাতাসে
ধুলোদের
সাথে হেটে চলে ঘাসফড়িঙ র দল!
মদির
হাওয়ায়
অর্জুন
পলাশ শিমুলের নরম ছায়ায়
শালিকের
খয়েরী ডানায় বিকেল নামে!
গহীন
অশ্বত্থ
হলুদ
কমলা বুনোলতা
রঙ্গিন
পালের নৌকা
প্রান্তরের
নিস্তব্ধতা ডাকে আমায়!
মেঘনার
ঢেউর মতন স্ফীত স্তন!
দ্রোণ
ফুলের মালাটি রাতের শরীরে জোছনা হয়ে মিশে যায়!
কূর্চি এবং শিশিরের গল্প...
...
বুনো শালিকেরা ফিরে আসে না কোনদিন!
পৃথু
ভাবে কোন এক সকালে রোদ উঠার সাথে সাথে সে বুনো শালিক হয়ে যাবে; দুটি পাখা
একটি
ঝুটিতে
আমূল
বদলে নেবে নিজেকে!
একলা
একলা জলডুবি বিলে উড়ে উড়ে
শেষ
বিকেলে মিলিয়ে যাবে নৈঃশব্দে!
কূর্চির
আছে এক আকাশ জল
তবু
শিশিরস্নাত ভোর প্রতিদিন তাকে নতুন করে কাঁদায়!
...
একলা শিশির
শীত
হেমন্তে ফোটা ফোটা হয়ে ঝরে যায় অযুত নিযুত লক্ষ বছর ...
খুব ভাল লাগলো কবিতাগুলো।
ReplyDeleteশিরোনামগুলো মনকে রাঙিয়ে দেয়।