01 January 2016

ফারহানা সুমি




বড় আশা করে এসেছি এই বেলা ঠোঁটে নিয়ে সখা,
করেছি বিয়োগ দখিনা চোখের বৈঠা উঠোন।
ভুলেছি মুখস্থ ফুলের ঘ্রাণে জমাট বাঁধা কত কথা...
যা বেঁধেছিল পথচারী শত ঠোঁটের দল ছবিরা।
পেতেছি পিঠ কত যুবকের ঘরদোরে বুকে নিতে তোমার
শুভ্র খোলা মাঠ বড় আশা করে সখা,
এসেছি দ্বারে দিতে অধিকারের স্বপ্ন ঝিনুক বিছিয়ে দেখো নিঝুম অবসর আমার হাতে তোমার হাত
তোমার নামে আমার নিঃশ্বাসের তৃণলতা
বেড়ে উঠুক মূহুর্তের জমা কবিতায় তোমার চোখে আমার চোখের বাহানা।
অন্যসব ধূলো হয়ে পড়ে থাক পেছনে ফেলা ছেঁড়া কাগজের মত সখা ভেবো না নিন্দুকেরা কিছু বললো কিনা,ভেবো না অভিশাপের মন্ত্র যপে ফুলের বিছানায় বিষণ্নতা আঁকল কিনা প্রজাপতিরা। পারলে চেয়ে নিও ক্ষমা যে ঠোঁট থেকে নিয়েছো সুখের বিলাসীতা।

যে চোখ থেকে ধার করেছো সরল বিকেলের কথা।
রাতদুপুরে যার কণ্ঠস্বরে দখল নিয়ে শুনতে চেয়েছো জয়ত্রী শুধু একবার...
বুকে হাত রেখে-
কমল তুলি মেখে নিঃশ্বাসে...আরো একটু কাছে এসে কানের গুহায়,ঠোঁট রেখে বলো...
হেমন্তের মায়াময় নিঝুম পত্র ছুঁয়ে যে বলেছিল - ভীষণ ভালোবাসি আমার ডুমুরের ডুবডুবি।
শুয়ে থাকা স্বপ্নের হলুদ চঞ্চলতাও সাক্ষী ছিল আবিষ্কার করেছো তার নিঃশ্বাসের বসত ভিটে।
চুলের ঘ্রাণে শুঁকেছো বর্ষাকাল,
কালোর খেলায় মেতেছো চোখের চঞ্চু ভরে মেঘ গুজনে আর তনুশ্রীর...
যদি ভুলে থাকো সখা তার দেয়া শর অবেলার-শত স্বাধীনতা.....উড়িয়েছো যা ঝরাপাতার বুক পকেট ভরে...
তবে ক্ষমা চেয়ে ফিরে এসো শেষ নমস্কারে, তারপর ডাকনাম.... উপহার দেবো তোমায়
নেবো বিশ্বাসের দখল বড় আশা করে...

No comments:

Post a Comment