03 March 2016

সৌরভী আলম



মার্কস

 

মহতি তোমার নামের প্রথম অক্ষরের

'মা' ধ্বনিটি সোনার অক্ষরের মতই উজ্জ্বল,

চকচকে,এ বিশ্বমাতার তাব যুবা বৃদ্ধ তরুণীদের মন নিয়েছে কেড়ে,

মা বলে ডাকা যায়,বাংলা বর্ণের অক্ষরে।

রেফটি অচেনা বর্গীয় বৃত্তে ঘুরপাক খায়,

আমি চিনি না,আমার ছেলেরা চেনে,

কি নেশা করিয়েছ পান,তারাই জানে।

'' তে মনে হয়,আঁকছি তোমায়,মনে হয়-

বোধ হয়,তোমায় আঁকা যায়,


পৃথিবীর সব দেশেই সেই রঙ আছে,যে রঙে তোমায় আঁকা যায়...

No comments:

Post a Comment