03 March 2016

লিমন মেহেদী


আমাদের যাপিত জীবন

 

সরল রোদে শালিক চড়া দুপুর দেখে দেখে

যাপন যোগ্য জীবন করেছি পার,আবার

চৌকাঠ পেরিয়ে জবুথবু হয়ে বসে গেছি সন্ধ্যায়

কোন কোন দিন পকেট বাঁচিয়ে-টাঁচিয়ে

শিমুল মোস্তফা এর আবৃত্তি শুনে হয়েছি ওলট পালট

আলপথ ধরে হঠা নেমে গেছি কাঁদায়

সেইসব জীবন যাপন হয়ে যায় খুব গোপন


বাকি আমি আর তুমি মিলে আমরা হবো একবার

No comments:

Post a Comment