05 July 2016

শ্যামলী চ্যাটার্জী




তুমি কথার কোরোকে বাঁধিলে
সুরের আলাপে সাধিলে
আমার হিয়ারে
          তোমার হৃদয়ে খুঁজে পাই,
                   “তুঁহু মম মন প্রাণ হে
                   তুঁহু মম মন প্রাণ হে”

তব লাগি দিন গুনেছি
পদধ্বনি যেন শুনেছি
অচলায়তনে খুলি বাতায়ন
এ নয়ন যারে খুঁজে পায়
“তুঁহ মম মন প্রাণ হে
তুঁহু মম মন প্রাণ হে”

রাগিনীর তান গগনে
মেঘমল্লার সঘনে
কলাপ বিকাশে শিখিরা পুলকে
বিজুরিয়া ওই গরজায়
                   “তুঁহু মম মন প্রাণ হে
তুঁহু মম মন প্রাণ হে”

দিনমান গেল ফুরায়ে
তনু-মন যায় হারায়ে
বিবশ চেতন তাই অনুক্ষণ
তোমা পানে শুধু ধেয়ে যায়
“তুঁহু মম মন প্রাণ হে

তুঁহুঁ মম মন প্রাণ হে”


No comments:

Post a Comment