পাখি
____
সমুদ্র উড়িয়ে দাও দ্রিম দ্রিম
তোমার ঠোঁটের শব্দ খুব প্রাচীন..
অথচ, ভালোবাসি তাই পাখিদের শুনি
এই পাহাড় সমান সকাল ফুরিয়ে যায়!
____
আরেকটু দেখেই দেয়াল গপ্পো
মাঝামাঝি ছায়াগুলো খুব-
হাত ছুঁয়ে দেয় বুকের শব্দ, ঠোঁট ছুঁয়ে দেয় মন!
___
সকালে এসব কবিতার মতো শুনি
ভায়োলিনের মায়ায় তুমি শরৎ প্রজাপতি
আমিও জমিয়ে বাঁচি, খুব বাঁচি
ছায়া এসে খুলে দিক পাখি, তুমি বাতায়ন!
No comments:
Post a Comment