05 July 2016

নুরুন্নাহার শিরীন




তাপিত মেঘ তুমি কি জ্বলো বিরাগে? 

ওগো মেঘ তোমাকে বলেছিলাম-
 
সবকিছু বদলে গেলেও মনপাখি তোমাকে দিলাম।
 
তবু তুমিও বদলে গেছো প্রকৃতির প্রেমহীন চাপে।
 
এদিকে পৃথিবী বদলেছে মানুষের পাপে।
 
আজও পারলাম না মনটারে বদলাতে-
 
মনেমনেই উড়িয়ে দিই মেঘকাব্য জলীয় দুহাতে।
 
এত যে বয়স হলো হৃদয়জ ছেলেমানুষি গেলো না।
 
কোনও জবাব নেই তোমার তবুও চিরকুট লেখা স্বভাব গেলো না।
 
চারপাশে অসহ্য গড্ডল আওয়াজ-
 
কত যে ভুলেছি পত্রালিকাময় দিনান্তের কারুকাজ।
 
অচল পদ্যাংশ আজওতো ভালোবাসি-
 
সেসব জলজ মেঘ হয়ে আমাতে বাজায় বাঁশি।
 
আমি তো তোমাদেরই মতো চাঁদরাতে যাই ভেসে-
 
তোমাদেরই অংশি আমি মেঘ চেয়ে কবিতায় জাগি অবশেষে

No comments:

Post a Comment